বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

বিদ্যুৎ-জ্বালানির ‘দাম বৃদ্ধির আইন’ পাস করলে আন্দোলন

-রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বছরে একাধিকবার বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর সুযোগ রেখে সংসদে উত্থাপিত আইনটি পাস করা হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।  বিদ্যুৎ ও জ্বালানির দাম বছরে কয়েকবার বৃদ্ধির জন্য সংসদে উত্থাপিত বিলের শুধু তীব্র নিন্দাই নয়, ধিক্কার জানান বিএনপির এই মুখপাত্র।

সংসদে এই আইন পাস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় এই করোনাকালের মধ্যেও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। 

রিজভী আহমেদ বলেন, সংসদে পাসের জন্য উত্থাপিত এই বিলটির মাধ্যমে প্রমাণিত হলো বর্তমান সরকার এক নিষ্ঠুর ও অবিবেচক গণদুশমন। বছরে বারবার বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিল পাসের মাধ্যমে গরিবদের সমাধি রচনা করতে চায় সরকার।

বিএনপির এই নেতা বলেন, দেশের অর্থ আত্মসাৎ করে স্বার্থলুলোপ ক্ষমতাসীনদের সদলবলে টাকা পাচার, বেগম পল্লী কিংবা সেকেন্ড হোম তৈরির কাহিনী নিরেটভাবে গাঁথা। তাই ফাঁকা অর্থভান্ডার পূরণ করতে জনগণকে বুলডোজার দিয়ে পিষে এখন বছরে একাধিকবার বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করে টাকা সংগ্রহ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর