বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

নদীভাঙন রোধে সব ব্যবস্থা নেওয়া হবে : মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও  সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, যমুনা নদীভাঙন রোধে বাঁধ নির্মাণসহ নদীভাঙনের শিকার মানুষদের পুর্নবাসন করা হবে। তিনি আরও বলেন,  এরই মধ্যে এই নদীতে বাঁধ নির্মাণে প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকায় পাকরুল থেকে হাটমাগুড়া পর্যন্ত বাঁধ নির্মাণ করা হবে। গতকাল  জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল  নদীভাঙন এলাকা পরিদর্শনের সময় উপস্থিত জনগণের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, উপসহকারী প্রকৌশলী তৈমুর আলম, উপজেলা চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, ইউএনও আমিনুল ইসলাম, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, চরপাকেরদহ ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর