শিরোনাম
শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

মহামারীর বিরুদ্ধে বিচারক ফেরদৌস ছিলেন অকুতোভয় সৈনিক : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদের মৃত্যুতে প্রধান বিচারপতি গভীর শোক প্রকাশ করেছেন। প্রধান বিচারপতি বলেন, মহামারীর বিরুদ্ধে জেলা জজ ফেরদৌস আহমেদ একজন অকুতোভয় সৈনিক ছিলেন। গতকাল এক শোকবার্তায় প্রধান বিচারপতি এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ফেরদৌস আহমেদ ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনার দায়িত্ব পালন করেছেন। এর আগে বুধবার রাত ৮টায় লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ মৃত্যুবরণ করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাকে প্লাজমাও দেওয়া হয়েছিল।

গতকাল সকাল ১১টায় জামালপুর শহরে তার জানাজা শেষে দাফন করা হয়েছে বলে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়।

সর্বশেষ খবর