শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

মুহিত পরিবারের বিরুদ্ধে কুৎসাচারে সিলেট ক্ষুব্ধ

ফেসবুকে অস্ট্রেলিয়া প্রবাসী ফজলুল বারীর পোস্ট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মুহিত পরিবারের বিরুদ্ধে কুৎসাচারে সিলেট ক্ষুব্ধ

জাতীয় সংসদে সর্বোচ্চ সংখ্যক বাজেট উপস্থাপক, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তাঁর ছেলে শাহেদ মুহিতকে ঘিরে দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম। বাবা-ছেলের সম্পর্ক নিয়ে চলছে মুখরোচক গল্প। এই গল্পকে কুৎসাচার বলে অভিহিত করছেন সিলেটের মানুষ। দলমতের ঊর্ধ্বে উঠে এর সমালোচনা করছেন তারা। ক্ষোভ প্রকাশ করছেন বয়োজ্যেষ্ঠ এই অর্থনীতিবিদের পরিবার নিয়ে ‘অপপ্রচারের’। এ ধরনের কুৎসাচার সিলেটের মানুষের অন্তরে আঘাতের শামিল বলেও মন্তব্য করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ট্রেলিয়া প্রবাসী ফজলুল বারীর একটি পোস্ট ভাইরাল হয়। তাতে তিনি উল্লেখ করেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বর্তমানে ‘ক্ষমতাহীন’ হয়ে পড়ায় তাঁর ছেলে শাহেদ মুহিত তাঁকে বাসায় ‘জায়গা দিতে চাননি’। পরে প্রশাসনের লোকদের হস্তক্ষেপে ‘বাধ্য হয়ে’ শাহেদ তাঁর বাবা মুহিতকে বাসায় ‘জায়গা দেন’। ফজলুল বারীর এই পোস্ট ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে সিলেটে। তীব্র প্রতিবাদ জানাতে থাকেন নানা অঙ্গনের মানুষ। শাহেদ মুহিতের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বলা হয়, ‘জাতীয় দুর্যোগের এই কঠিন সময়ে অসাধু উদ্দেশ্যে এক বা একাধিক স্বার্থান্বেষী এবং কুরুচিপূর্ণ মহল আবুল মাল আবদুল মুহিতের মতো একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ও তাঁর পরিবারের সুনাম নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কেন বা কি কারণে তারা এমন করছে তা আমাদের বোধগম্য নয়।’সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ফেসবুকে লিখেছেন, ‘নিকৃষ্ট জীবের মতো আচরণ শুধু মানুষ নামের     বিষাক্ত ব্যক্তির দ্বারাই সম্ভব। আমরা হতবিহ্বল। ধিক্কার জানানোর ভাষা হারিয়ে গেছে। কথায় বলে আচরণেই বংশের পরিচয়। চামচিকার মাতব্বরি ক্ষণিকের। মানির মান আল্লাহ রাখবেন।’ সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘বৃহত্তর সিলেটের কৃতী সন্তান, সিলেটবাসী যাকে নিয়ে গর্ব করে, সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তার পরিবারকে নিয়ে এসব অপপ্রচারের নিন্দা জানাই।’ অপপ্রচারের নিন্দা জানিয়ে ফজলুল বারীর উদ্দেশ্যে সিলেটের প্রগতিশীল আন্দোলনের পরিচিত মুখ আল আজাদ লিখেছেন, ‘প্রিয় ফজলুল বারী, মহান ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধের বীর সেনানী, সফল অর্থমন্ত্রী, লেখক, বুদ্ধিজীবী, পরিবেশবিদ আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে এমন একটি কাজ করে সিলেটবাসীর এতদিনের বিশ্বাসটা ভেঙে দিলেন। আর বলতে পারব না, আমাদের একজন ফজলুল বারী আছেন। অনেক দূরে ঠেলে দিলেন আমাদের। আমরা এই বৃদ্ধ মানুষটাকে যৌবনের প্রতীক মনে করে এখনো অসাধ্য সাধনের সাহস পাই-পাব।’

কবি আবিদ ফয়সাল লিখেছেন, ‘আবুল মাল আবদুল মুহিত শাব্দিক অর্থেই সর্বমান্য একজন প্রবাদপুরুষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক তাঁকে সম্মান এবং শ্রদ্ধা করেন। এবং এটাই তাঁর যথার্থ প্রাপ্য। তাঁর দোষ কীর্তন-গার্হস্থ্য কাহন রচনা ভদ্রোচিত কাজ নয়।’

এরকমভাবে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের শত শত ব্যক্তিকে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিতে দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর