শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

কুমিল্লায় মাদকসহ গ্রেফতার পুলিশের দুই কর্মকর্তাসহ ৫

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে র‌্যাবের অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসমেত গ্রেফতার হয়েছে পুলিশের দুই কর্মকর্তাসহ পাঁচজন। গ্রেফতার হওয়াদের মধ্যে শহীদুর রহমান সিআইডি পুলিশের পরিদর্শক এবং রাকিবুল হাসান ট্যুরিস্ট পুলিশের সহকারী পরিদর্শক। ধৃত পাঁচজনই এখন কারাগারে। সূত্র জানায়, র‌্যাব-১ উত্তরা ঢাকার একটি দল দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে ধরার পর বুধবার র‌্যাব সদস্য মজিবুর রহমান বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেন। কিন্তু দাউদকান্দি মডেল থানা পুলিশ সাংবাদিকদের এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। ধৃত ৫ জনকে বুুধবার বিকালেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আদালত পরিদর্শক মো. সালাহ উদ্দিন।র‌্যাবের একটি দল বুধবার খুব ভোরে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ঢাকা অভিমুখী (ঢাকা মেট্রো ল ৪৩-৭৩-১৩) একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। ওই প্রাইভেটকার থেকে ১৮ হাজার ৪৭০ পিস ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাদক বহনের দায়ে প্রাইভেটকারের আরোহী মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বালাসুর গ্রামের হেলাল ভূঁইয়ার ছেলে আরিফুল ইসলাম (২৭), ঢাকার উত্তরা ১৪ নম্বর সেক্টরের বাসা নম্বর-৬০ এর দ্বীন ইসলামের ছেলে জামাল হোসেন (৩২), রাজশাহীর বাঘা থানার বাদুভাঙ্গা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে শাহ আলম (৩০), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বনামালী গ্রামের জোর্ডান উদ্দিন আকন্দের ছেলে রাকিবুল হাসান (৪১), মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম শিকাড়মঙ্গল গ্রামের হাবিবুর রহমানের ছেলে শহীদুর রহমানকে (৩৫) গ্রেফতার করা হয়। এদের মধ্যে শহীদুর রহমান ময়মনসিংহ সিআইডির পুলিশ পরিদর্শক ও রাকিবুল হাসান গাজীপুর টঙ্গী ট্যুরিস্ট পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর