শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

সরকার করোনাদুর্যোগ ব্যবস্থাপনায় ব্যর্থ

-মাওলানা ইসহাক

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সরকার করোনা দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতার কারণে আজকে দেশে মৃত্যুর মিছিল চলছে। যথাযথ পূর্ব প্রস্তুতির অভাবে করোনার প্রাদুর্ভাব রোধ করা যায়নি। আজকে চিকিৎসা ক্ষেত্রে অব্যস্থাপনার দরুন অসুস্থ মানুষেরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। প্রস্তাবিত বাজেটে করোনা দুর্যোগ মোকাবেলায় যে বরাদ্দ রাখা হয়েছে তাও অপ্রতুল। গতকাল খেলাফত মজলিস বৃহত্তর বরিশাল জোনের মহানগরী জেলা-শাখাগুলোর শূরা সদস্যদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় একথা বলেন তিনি। সঞ্চালনা করেন বরিশাল জোনের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক আবদুল হালিম, এবিএম সিরাজুল মামুন, মাস্টার আবদুল মজিদ, হাফেজ মাওলানা মজিবুর রহমান প্রমুখ।

 এতে বরিশাল মহানগরী, বরিশাল পূর্ব ও পশ্চিম জেলা, পটুয়াখাালী, বরগুনা, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠী জেলার শুরা সদস্যবৃন্দ ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে দোয়া  মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহম্মদ ইসহাক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর