রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

রাজধানীর টিটিপাড়ায় আগুনে পুড়ল বস্তির ৪০ ঘর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর টিটিপাড়ায় আগুনে পুড়ল বস্তির ৪০ ঘর

রাজধানীর টিটিপাড়া মেথরপট্টি বস্তিতে শুক্রবার রাতে পুড়ে ছাই হয় ৪০টি বসতঘর -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর কমলাপুরে একটি বস্তিতে আগুনে পুড়ে গেছে অন্তত ৪০টি ঘর। শুক্রবার রাত ২টার দিকে টিটিপাড়ার মেথরপট্টি স্তিতে আগুন লাগে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মহামারী করোনা দুর্যোগের মধ্যেই আকস্মিক এ আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ল বস্তির ২ শতাধিক মানুষ। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। আমাদের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আগুনের উৎস ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।’ বস্তির কয়েকজন জানান, গভীর রাতে তারা সবাই ঘুমিয়েছিলেন। হঠাৎ একটি ঘরে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যে তা ছড়িয়ে পড়ে। চিৎকার আর আগুনের আঁচে ঘুম ভেঙে বাসিন্দারা ছোটাছুটি করতে থাকেন। কেউ পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নেন। তবে এর আগেই পুড়ে যায় বস্তির অন্তত ৪০টি ঘর। শুক্রবার রাত থেকেই তারা খোলা আকাশের নিচে রয়েছেন। তাদের যাওয়ার কোনো জায়গা নেই। সামান্য সম্বলটুকুও পুড়ে ছাই হয়েছে। বেশির ভাগের পক্ষে খাবার জোগাড় করাও সম্ভব নয়। এমন পরিস্থিতিতে তারা প্রশাসনের সহায়তা চান। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এ বস্তিতে অন্তত অর্ধশত ঘর ছিল। আগুনে তার প্রায় সবই পুড়ে গেছে।

 পরিচ্ছন্নতা কর্মীরা নিজেরাই ঘরগুলো তুলে সেখানে বসবাস করতেন। বাঁশ-কাঠ-টিনের তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। ফলে বাসিন্দারা ঘর থেকে কিছুই বের করতে পারেননি। কারও বহুকষ্টে সঞ্চিত কয়েক হাজার টাকা, কারও শখের গয়না, টেলিভিশন-মোবাইল ফোনের মতো জিনিসপত্র তো পুড়েছেই, সেইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় সব সরঞ্জাম ছাই হয়ে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর