রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে খুলনায়

ফ্লু কর্নারে প্রতিদিন ৩০০ রোগী, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে করোনা উপসর্গ জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা নিয়ে হাসপাতালে আসা রোগীর ভিড়ও বাড়ছে। খুলনা জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫১ জন। মারা গেছেন ১৯ জন। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুলনায় করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে। ধাপে ধাপে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ফলে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যাও বাড়ছে।  সরেজমিন দেখা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে করোনা উপসর্গ জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা নিয়ে প্রতিদিন গড়ে ৩০০ রোগী আসছে। প্রত্যেকে করোনা পরীক্ষায় তাদের নমুনা সংগ্রহের দাবি জানাচ্ছে। এরই মধ্যে চিকিৎসা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালের ৯ জন ইন্টার্ন চিকিৎসক। এ ছাড়া খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমানসহ করোনা পজেটিভ হয়েছেন শীর্ষ কর্মকর্তার অনেকে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন চিকিৎসকরা।  খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, ফ্লু কর্নারে দায়িত্বরত চারজন চিকিৎসককে প্রয়োজনে বহির্বিভাগে চিকিৎসা দিতে বলা হয়েছে।

চাপ এড়াতে দুপুর ১২টার পর কাউকে বহির্বিভাগের টিকিট দেওয়া হচ্ছে না। তবে বহির্বিভাগে আসা রোগীর মধ্য থেকে প্রতিদিন প্রায় ১০০ রোগীর নমুনা সংগ্রহ করতে হচ্ছে। যা উদ্বেগজনক। খুলনা জেলাসিভিল সার্জন ডা. সুজাত আহমেদ করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর