রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে বাড়ছে করোনা চিকিৎসার পরিধি

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত এবং উপসর্গের রোগীদের চিকিৎসায় পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১০০ এবং জেনারেল হাসপাতালে ৫০ শয্যা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে জেনারেল হাসপাতালকে করোনা রোগের চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হতে পারে বলে জানা যায়। দুটি হাসপাতালই এখন সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানা যায়। চট্টগ্রামে বর্তমানে চমেক হাসপাতালে সাধারণ শয্যা, আইসিইউ ও কেবিন মিলে প্রায় ২০০ শয্যায় করোনা আক্রান্ত ও উপসর্গের রোগীদের চিকিৎসা চলছে। তবে এখানকার করোনা ওয়ার্ডে প্রতিদিন ওয়ার্ডের ফ্লোর ও বারান্দায়ও রোগী ভর্তি থাকছে। অন্যদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০টি আইসিইউসহ ১৫০ শয্যায় চলছে করোনা রোগীর চিকিৎসা। চালু করা হবে আরও আটটি আইসিইউ এবং এস আলম গ্রুপের উদ্যোগে দেওয়া হয়েছে দুটি হাই ফ্লো অক্সিজেন ন্যাসাল ক্যানোলা ও ৮৫ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, ‘এ   হাসপাতালে বর্তমানে ২০০ শয্যায় করোনা রোগীর চিকিৎসা চলছে। আরও একটি ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে এ হাসপাতালে করোনা রোগীদের অক্সিজেন ও হাই ফ্লো অক্সিজেন ন্যাসাল ক্যানোলা দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রব বলেন, ‘বর্তমানে এ হাসপাতালে ১৫০ শয্যায় করোনা চিকিৎসা চলছে। সেন্ট্রাল অক্সিজেন সংযোগ হয়ে গেলে আরও অন্তত ৫০টি শয্যা বাড়ানো হবে। পর্যায়ক্রমে জেনারেল হাসপাতালটি করোনা চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল হিসেবে পরিণত হচ্ছে।’ তিনি বলেন, ‘জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসায় ইতিমধ্যে আইসিইউ, অক্সিজেন, হাই ফ্লো অক্সিজেন ন্যাসাল ক্যানোলাসহ অনেক সেবা যুক্ত হয়েছে। আরও কিছু যুক্ত হওয়ার প্রক্রিয়া চলমান। এসব কাজ শেষ হলে রোগীরা অনেক ভালো সেবা পাবেন।’

জানা যায়, চট্টগ্রাম প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের হার। কিন্তু রোগীর তুলনায় সরকারি এ দুই হাসপাতালে শয্যা সংখ্যা খুব অপ্রতুল। ফলে সরকারি হাসপাতালে শয্যা বৃদ্ধির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ এরই মধ্যে বেসরকারি হাসপাতালগুলোকে সরকার করোনা আক্রান্ত ও উপসর্গের রোগীদের ভর্তি করাতে নির্দেশ দিলেও অধিকাংশই তা মানছে না। ফলে মুমূর্ষু রোগীদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরতে হচ্ছে। প্রতিদিনই দেখা যাচ্ছে এমন অমানবিক ভয়াবহ চিত্র।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর