রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

এক হাজার ব্যক্তিকে প্রধানমন্ত্রীর উপহার দিলেন রাসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

করোনাভাইরাসে (কভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে কর্মহীন, নি¤œআয়ের, গরিব, অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য প্যাকেজ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এক হাজার ব্যক্তির মাঝে খাদ্য প্যাকেজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর তাদের প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ৫ কেজি আলু প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান ও রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। উল্লেখ্য, রাসিক মেয়র কর্তৃক বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পর রাজশাহী কলেজের চতুর্থ শ্রেণির মাস্টাররোলের ২০০ জন কর্মচারী, ১১ নম্বর ওয়ার্ডের হেতেম খাঁ হরিজন পল্লীর ২০০ জনকে এই খাদ্য প্যাকেজ প্রদান করা হয়েছে।

তাদের প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল ও ৫ কেজি আলু প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর