রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

শিক্ষকদের বেতন প্রদানের আহ্বান বেফাকের

নিজস্ব প্রতিবেদক

সামর্থ্যবান মাদ্রাসা কর্তৃপক্ষকে শিক্ষকদের বেতন প্রদানের আহ্বান জানিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)। গতকাল বেফাক মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভা থেকে এ আহ্বান জানানো হয়। সহসভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জি, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আবদুল হামিদ পীর মধুপুর, মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া প্রমুখ।

সভায় বলা হয়, অর্থকষ্টে থাকা শিক্ষকসমাজের প্রতি মাদ্রাসা কর্তৃপক্ষ যেন দয়ার্দ্র আচরণ ও তাদের চাহিদা এবং সমস্যার প্রতি সদয় দৃষ্টি রাখেন। অন্যদিকে আর্থিক সমস্যায় জর্জরিত মাদ্রাসার শিক্ষকসমাজকেও ধৈর্যধারণ করে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে রূঢ় আচরণ না করার আহ্বান জানানো হয়।

মাদ্রাসার কার্যক্রম পরিচালিত ভাড়া বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, মহৎ কাজের অংশ হিসেবে ভাড়া ৫০ শতাংশ কমিয়ে মাদ্রাসা বহাল রাখার মাধ্যমে তারা দীনি খেদমতে শামিল থাকবেন বলে আশাবাদী। মাদ্রাসা কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর