রবিবার, ২৮ জুন, ২০২০ ০০:০০ টা

মিটফোর্ডে নকল সুরক্ষা সামগ্রী মজুদ

১০ প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিটফোর্ড এলাকায় নকল হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব, গ্লাভসসহ নকল সুরক্ষা সামগ্রী উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ঔষধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় র‌্যাব-১০ এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।

তিনি জানান, করোনা প্রাদুর্ভাবের সুযোগে পুরান ঢাকার আরমানিটোলা ও মিটফোর্ড এলাকায় নকল সুরক্ষা সামগ্রী উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। মান না থাকায় এসব নকল হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার বা হ্যান্ড রাব কোনো ধরনের সুরক্ষা দিতে পারে না। বরং এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব অভিযোগে ১০টি প্রতিষ্ঠানকে ১৮ লক্ষ টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এক প্রতিষ্ঠানের মালিক মোস্তফা কামলাকে তিন মাসের আর ম্যানেজার আবু কায়সারকে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় কোটি টাকা মূল্যের নকল সুরক্ষা সামগ্রী। জানা গেছে, হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনে আইসোপ্রোপলি অ্যালকোহল দিতে হয়। কিন্তু ফ্লেভার, রং এবং স্পিরিট মিশিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। মিটফোর্ড এলাকার এসব কারখানায় উৎপাদনকৃত নকল সুরক্ষা সামগ্রী দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর