সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক


রাজধানীতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক -বাংলাদেশ প্রতিদিন

পোশাকশিল্পে শ্রমিক ছাঁটাই-নির্যাতন ও বিনা চিকিৎসায় মৃত্যু বন্ধ না হলে সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সংগঠনটি ব্যানারে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ করেছেন বিভিন্ন পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক। কারখানাগুলোতে অব্যাহত ছাঁটাই-মামলা-নির্যাতন বন্ধ এবং স্বাস্থ্য-চাকরি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই বিক্ষোভ করা হয়। সমাবেশ শেষে শ্রমিকদের মিছিল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা হয়। পথে কদমফুল ফোয়ারা ও মৎস্য ভবন মোড়ে বাধা দেয় পুলিশ। পরে মিছিলটি বাধা ভেঙে শাহবাগ মোড়ে পৌঁছায়। সেখানে ব্যাপক পুলিশি বাধার মুখে শ্রমিকরা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। পরে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি ও দাবিনামা প্রদান করেছে। এর আগে সমাবেশে বক্তারা বলেন, ‘মহামারী করোনা ভাইরাসে একদিকে মানুষ চিকিৎসার অভাবে ও অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছেন। অন্যদিকে শ্রমিকদের ওপর চলছে ছাঁটাই-মামলা-গ্রেফতারসহ সীমাহীন জুলুম নির্যাতন।’ জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মণ্টু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের কার্যকরি সভাপতি কাজী রুহুল আমীন, সাধারণ সম্পাদক জলি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কেন্দ্রীয়নেতা সাদেকুর রহমান শামীম প্রমুখ। সভাপতি মণ্টু ঘোষ বলেন, পোশাক কারখানাড়গুলোতে শ্রমিকদের মাঝে করোনা সংক্রমণের লক্ষণ দেখা দিলেই ছাঁটাই করা হচ্ছে। মহামারীর এই অল্প সময়ে লক্ষাধিক শ্রমিক ছাঁটাই অতীতের সব দৃষ্টান্ত অতিক্রম করেছে।

১৩ মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের প্যারাডাইস ক্যাবল কারখানার শ্রমিকরা গত ২১ জুলাই ২০২০ থেকে ঢাকায় শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থান করে যাচ্ছেন, কিন্তু মালিককে আটক করে সংকটের সুরাহা করতে কেউ উদ্যোগ নিচ্ছেন না। ঢাকার মালিবাগের ড্রাগন সোয়েটার কারখানার মালিক শ্রমিকদের আইনি পাওনা বঞ্চিত করে কারখানা বন্ধ করেছেন। সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, করোনায়ও শ্রমিকরা কারখানায় কাজ করতে বাধ্য হচ্ছেন। মালিকরা মুনাফার অংক ঠিক রাখতে শ্রমিক ছাঁটাই, শ্রমিকদের আইনগত পাওনা বঞ্চিত করাসহ ব্যাপক জুলুম-নির্যাতন চালাচ্ছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর