সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

দেশে আরও ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন জেলায় আরও ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। নওগাঁ জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া হাতে নেওয়ার পর আরও ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে মতামত চাওয়া হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ৫টি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত চেয়ে ইউজিসি চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়। চিঠিতে নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয়, নাটোর সদরে ড. ওয়াজেদ আলী নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, নাটোরের সিংড়া উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়,  মেহেরপুরের গাংনী উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে জরুরি ভিত্তিতে ইউজিসির মতামত চাওয়া হয়।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পাওয়ার পর এসব বিশ্ববিদ্যালয় স্থাপনে শিক্ষা মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে ইউজিসির কাছে মতামত চেয়ে চিঠি দেয়। এর আগে ২১ মার্চ উত্তরাঞ্চলের নওগাঁ জেলায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে আইনের খসড়া তৈরি করতে ইউজিসিকে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রসঙ্গত, বর্তমানে দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর