সোমবার, ২৯ জুন, ২০২০ ০০:০০ টা

দুর্নীতির কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে

-ইসলামী সমাজ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবীর বলেছেন, করোনাভাইরাসের আক্রমণে দেশের মানুষ যখন বিপর্যস্ত তখন কিছু লোক সরকারের দেওয়া ত্রাণ আত্মসাৎ করছে, যা খুবই দুঃখজনক। তিনি বলেন, দুর্নীতির কারণে স্বাস্থ্য ব্যবস্থা আজ ভেঙে পড়েছে। বিভিন্ন হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে মানুষ রাস্তায় মৃত্যুবরণ করছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে করোনাভাইরাসে করণীয় বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে বিশেষ চিঠি ও ভিডিও বার্তা প্রদান এবং দেশবাসীকে সচেতন করার লক্ষ্যে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সৈয়দ হুমায়ুন কবীর বলেন, আল্লাহর বিধান সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মানব জীবনের কোনো সমস্যারই সমাধান হবে না। ইসলামী সমাজের আমিরের বিশেষ চিঠি ও ভিডিও বার্তা মুহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেয়।

দলে ছিলেন মুহাম্মদ ইউসুফ আলী, সোলায়মান কবীর, আমির হোসাইন, আসাদুজ্জামান বুলবুল, আজমুল হক, সেলিম মোল্লা, মুহাম্মদ আলী জিন্নাহ্, সাইফুল ইসলাম (মিঠু), মুহাম্মদ নুরুদ্দিন, আবু বকর সিদ্দিক ও ইসমাঈল দাড়িয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর