মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা

২০ কোটি টাকা খরচ নিয়ে প্রশ্ন জি এম কাদেরের

নিজস্ব প্রতিবেদক

সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘ঢাকা মেডিকেলের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের থাকা-খাওয়ার খরচ ২০ কোটি টাকা’ শীর্ষক খবর উদ্ধৃত করে স্বাস্থ্য খাতে অপচয় ও দুর্নীতি নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজে স্বাস্থ্যকর্মীদের খরচ ২০ কোটির মতো হয়েছে। যার মধ্যে খাবার খরচই প্রায় অর্ধেক। কতটুকু প্রয়োজন ছিল, কতটুকু অপচয় ও দুর্নীতি হয়েছে এখন পর্যন্ত জানি না। তিনি থোক বরাদ্দের ব্যাপারে যথার্থতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সমন্বয় কমিটি গঠনের দাবি জানান। গতকাল  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি এ দাবি জানান। বাজেট প্রস্তাবে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এ প্রস্তাব প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সঙ্গে সাংঘর্ষিক। দুর্নীতি দমন কমিশন নামের সংস্থা রাখার সঠিক যৌক্তিকতা থাকবে কিনা সে বিষয়ে সন্দেহ হয়। কারণ দুর্নীতি দমনের প্রধান সূত্র হলো অবৈধ সম্পদ। ব্যাখ্যাহীন সম্পদ বৈধ হলে শাস্তিযোগ্য দুর্নীতি আর থাকবে না। দুর্নীতি দমন কমিশন কী কাজ করবে?

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর