মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা

সদ্য সরকারি কলেজে দ্রুত পদ সৃজন ও নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক

সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক সমিতি (সকস্বাশিস) সদ্য সরকারিকৃত কলেজে দ্রুত পদ সৃজন ও এডহক নিয়োগ সম্পন্নের দাবি জানিয়েছে। গত রবিবার এক ভার্চুয়াল বৈঠক থেকে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি ড. মোস্তফা আনোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. শরীফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় বৈঠকে প্রধান আলোচক ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি মোফাচ্ছের হোসেন জীবন। এতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা অংশ নেন। বৈঠকে দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারিকরণের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি  কৃতজ্ঞতা জানানো হয়।

বৈঠকে ২০১৬ সালে সরকারিকরণের প্রক্রিয়ায় আসা কলেজগুলোতে দীর্ঘ ৫ বছরেও নিয়োগ সম্পন্ন না হওয়ার কারণে বক্তারা হতাশা ব্যক্ত করেন। নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের গড়িমসির কারণে ইতিমধ্যে অনেক শিক্ষকের চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে এবং প্রায় প্রতিদিনই কেউ না কেউ চাকরি হারাচ্ছেন বলে অভিযোগ করা হয়। সদ্য সরকারিকৃত কলেজের নবম গ্রেডের যেসব শিক্ষক অনুপাত প্রথার কারণে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাননি তারা ১০ বছর পূর্তিতে যাতে উচ্চতর স্কেলে আবেদনের সুযোগ পান এবং সেটি যাতে অবশ্যই নবম থেকে ৭ম গ্রেড হয় সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা জারির আহ্বান জানানো হয়। বৈঠকে বক্তব্য রাখেন সঞ্জয় কুমার সাহা, হিরন্ময় দেব, ওবায়দুল হক খান, ড. সুলতান তালুকদার, কমল রায়, রাফেজা মিলি, আশরাফুল ইসলাম, উল্লাসিনী সরকার, এ টি এম শেখ আজরফ, বনানী চক্রবর্ত্তী, মো. আক্তার হোসেন সরকার, আবু জাফর মুহাম্মদ সালেহ, মো. মাহবুবুল আলম, আবু বাক্কার, সঞ্জিত কান্তি দেব প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর