মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে করোনা জয়ী শতাধিক চিকিৎসক সেবাযুদ্ধে

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর থেকে সম্মুখসারির যোদ্ধা হিসেবে আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন চিকিৎসকরাও। চট্টগ্রামে ইতিমধ্যে ২৮৭ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এরই মধ্যে শতাধিক চিকিৎসক সুস্থ হয়ে ফের চিকিৎসা সেবাযুদ্ধ শুরু করেছেন। জানা যায়, চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সরকারি-বেসরকারি ২৮৭ জন চিকিৎসক। করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যান সরকারি-বেসরকারি ১০ জন চিকিৎসক। চমেক হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাজেদ সুলতান বলেন, ‘করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে আল্লাহর মেহেরবানিতে এখন সুস্থ। সুস্থ হওয়ার পর থেকে হাসপাতালে দায়িত্ব পালন শুরু করেছি। তবে অতীত অভিজ্ঞতাকে পুঁজি করে সতর্ক এবং সচেতন থেকে দায়িত্বপালন করছি।’ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) চট্টগ্রাম বিভাগের করোনাবিষয়ক সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, ‘চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে শতাধিক চিকিৎসক এখন সুস্থ হয়ে কর্মক্ষেত্রে ফিরেছেন। চিকিৎসকরা সুস্থ হয়ে কাজে ফেরা এখন অনেক চ্যালেঞ্জের এবং সবার জন্য সুখবর। কারণ এরই  মধ্যে চট্টগ্রামে ১০ জন চিকিৎসক হারিয়েছি। এখন সময় এসেছে, সুস্থ এবং করোনা আক্রান্ত সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকা।’ চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া চিকিৎসকরা হলেন- চমেক হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সমিরুল ইসলাম, মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. এহসানুল করিম, নাক-কান ও গলারোগ বিশেষজ্ঞ প্রবীণ চিকিৎসক ডা. ললিত কুমার দত্ত, চমেক হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. মুহিদুল হাসান, চট্টগ্রাম মেট্রোপলিটলিটন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নুরুল হক, চট্টগ্রাম সিটি করপোরেশনের অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ হোসেন, চান্দগাঁও বণি হাসান চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. শহীদুল আনোয়ার, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিকিৎসক ডা. সাদেকুর রহমান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. জাফর হোসেন রুমী ও জেনারেল প্র্যাকটিশনার ডা. আরিফ হাসান। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রামে মোট চিকিৎসক আছে সাত হাজার। এর মধ্যে সরকারি প্রায় দুই হাজার ও বেসরকারি পাঁচ হাজার। এদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৭ জন এবং মারা গেছেন ১০ জন। তাছাড়া চট্টগ্রামের ১৪ উপজেলায় আছে ৭০৯ জন চিকিৎসক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর