বুধবার, ১ জুলাই, ২০২০ ০০:০০ টা

২০ বছরে লঞ্চডুবি ৭০০ মৃত্যু অন্তত ২০ হাজার

নিজস্ব প্রতিবেদক

২০ বছরে লঞ্চডুবি ৭০০ মৃত্যু অন্তত ২০ হাজার

একের পর এক ঘটছে লঞ্চডুবির ঘটনা। এসব দুর্ঘটনায় হাজার হাজার প্রাণহানি হলেও লঞ্চডুবি রোধে নেওয়া হয় না কার্যকর কোনো ব্যবস্থা। ফিটনেস না থাকা, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই, ট্রাফিক সিগন্যাল অমান্য করাসহ কোনো ঘটনাতেই বিচার না হওয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকে। নৌপুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলছে, গত ২০ বছরে প্রায় ৭০০ লঞ্চডুবিতে মারা গেছেন অন্তত ২০ হাজার মানুষ। কয়েকটি ঘটনার মধ্যে ২০১৪ সালে ৪ আগস্টে ছিল একটি। স্মরণকালের ভয়াবহ লঞ্চডুবি ঘটে পদ্মার বুকে। ঈদের পর হওয়ায় লঞ্চে ছিল ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী। ভরা বর্ষার উত্তাল পদ্মায় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় পিনাক-৬। ঘটনার পর পেরিয়েছে ছয় বছর। কিন্তু বিচারকাজ এখনো চলছে। জানা যায়, পিনাকডুবির মাত্র তিন মাস আগেই মেঘনাতেও লঞ্চ ডুবে মারা যান শতাধিক মানুষ। একই রকম ঘটনা আরও আছে। সবগুলো ঘটনাতেই গঠিত হয়েছে তদন্ত কমিটি। কিন্তু ফলাফল শূন্য। বেশ কিছুদিন বিরতি দিয়ে আবারও ঘটল আরেকটি লঞ্চডুবির ঘটনা। গতকাল সকালে দুটি লঞ্চের সংঘর্ষে বুড়িগঙ্গায় যাত্রীসহ ডুবে যায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ। বিশেষজ্ঞরা বলছেন, নকশায় ত্রুটি, অদক্ষ ইঞ্জিন অপারেটর, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন ছাড়াও বিচারহীনতার কারণে বন্ধ হয় না এসব লঞ্চ দুর্ঘটনা। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহীদুল্লাহ বলেন, দায়ীদের শাস্তি না হওয়ায় নৌ-দুর্ঘটনা অহরহ ঘটছেই। এসব শাস্তি নিশ্চিত করার দায়িত্ব নৌপরিবহন মন্ত্রণালয়ের। অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেস তদারকির দায়িত্ব বিআইডব্লিউটিএর। তাদেরও গাফিলতি রয়েছে এসব ক্ষেত্রে। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, নৌপরিবহনে বড় ধরনের একটি সিন্ডিকেট আছে। এ সেক্টরে উন্নয়নের যত বরাদ্দ হয়, এর সবই এরা লুটপাট করে খায়। এখন পর্যন্ত নৌ-দুর্ঘটনায় কারও শাস্তি হয়েছে বলে কোনো নজির নেই। দুর্ঘটনা ঘটে, তদন্ত হয়। কিন্তু এরপর আর কিছু হয় না। ওটা ওখানেই শেষ হয়ে যায়। ফায়ার সার্ভিসের গত বছরের পরিসংখ্যানে জানা যায়, ২০১৯ সালে মোট নৌ-দুর্ঘটনা ছিল ৮২০টি। এতে মারা যান ৬৮৫ জন। উদ্ধার করা হয় ৬৬৮ জনকে। ২০১৭ সালে একটি প্রতিবেদন প্রকাশ করে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। ওই প্রতিবেদনে বলা হয়, ৫০ বছরে দেশে নৌ-দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৫০৮ জন। আর গত ১২ বছরের মধ্যে ২০০৭ সালে নৌ-দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়, যার সংখ্যা ২ হাজার ১৭৭ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর