বুধবার, ১ জুলাই, ২০২০ ০০:০০ টা
লকডাউন

পূর্ব রাজাবাজারে শেষ ওয়ারীতে শুরু শনিবার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পূর্ব রাজাবাজারে লকডাউন শেষ। এবার ২১ দিনের লকডাউন শুরু হচ্ছে ‘রেড জোন’ ওয়ারীতে। আগামী শনিবার সকাল ৬টায় ওয়ারীর ভিতর-বাইরের আটটি রোডে লকডাউন শুরু হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ডের এ আট এলাকার মধ্যে ও বাইরের রোডগুলো হলো টিপু সুলতান রোড, জাহাঙ্গীর রোড, ঢাকা-সিলেট হাইওয়ের জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন এবং ভিতরের রোডগুলো হলোÑ লারমিনি স্ট্রিট, হরি স্ট্রিট, ওয়্যার স্ট্রিট, র‌্যাংকিং স্ট্রিট ও নবাব স্ট্রিট। গতকাল বিকালে লকডাউন বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা শেষে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, আগামী শনিবার (৪ জুলাই) ভোর ৬টা থেকে লকডাউন বাস্তবায়ন করা হবে। এসব এলাকা ২১ দিন লকডাউনে থাকবে। তিনি বলেন, ‘এ এলাকায় কেবল দুটি সড়ক হয়ে যাতায়াত থাকবে। বাকি সড়কের মুখগুলো আমরা বন্ধ করে দেব। সেখানে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে। নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হবে।’ এর আগে গতকাল এ রেড জোনে লকডাউন বাস্তবায়নের জন্য ডিএসসিসিকে চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ। তারও আগে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে পরীক্ষামূলকভাবে চলা পূর্ব রাজাবাজারে ২১ দিনের লকডাউন গতকাল রাতে শেষ হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান বলেন, এলাকাটিতে নিয়ন্ত্রণ বজায় রেখে চলা হবে। আর কোনো বাড়িতে যদি করোনা রোগী থাকে তাহলে কেবল সে বাড়িটি আরও কিছুদিন লকডাউন করা হতে পারে। করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় ১ জুন সরকারের উচ্চপর্যায়ের এক সভায় করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে রেড জোন বা লাল (উচ্চ ঝুঁকিপূর্ণ), হলুদ (মাঝারি ঝুঁকিপূর্ণ) ও সবুজ (নিম্ন ঝুঁকিপূর্ণ) এলাকায় ভাগ করে ভিন্নমাত্রায় এলাকাভিত্তিক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত হয়।

তারই ধারাবাহিকতায় ৯ জুন দিবাগত রাত অর্থাৎ ১০ জুন প্রথম প্রহরে রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে লকডাউন শুরু হয়েছিল।

তথ্যসংক্রান্ত কাজে যুক্ত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের একজন কর্মী গতকাল জানিয়েছেন, লকডাউন শুরুর পর স্থানীয় নাজনীন স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত নমুনা সংগ্রহ বুথে গতকাল পর্যন্ত মোট ৩০৭ জন নমুনা দেন। এর মধ্যে ২৭ জুন পর্যন্ত দেওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। তাতে মোট ৫৫ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ২৬ জুন ১০ জন নমুনা দিয়ে শনাক্ত হন দুজন এবং ২৭ জুন আটজন নমুনা দিয়ে শনাক্ত হন একজন। এ ছাড়া এর আগে যারা শনাক্ত হয়েছিলেন, তার বেশির ভাগের শারীরিক অবস্থা ভালো।

লকডাউন শুরুর সময় এ এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন ৩১ জন। করোনায় একজন মারা গেছেন। এখানে ৪৫ থেকে ৫০ হাজার মানুষের বাস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর