বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

কলেজছাত্রীর ঝুলন্ত লাশ পাশে সুইসাইডাল নোট

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডা থেকে লুনা বৈদ্য (২৫) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে মেরুল বাড্ডার ২ নম্বর রোডের ৭৭৯ নম্বর বাসায় তার লাশ পাওয়া যায়। পুলিশ বলছে, ওই বাসা থেকে একটি সুইসাইডাল নোট উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন লুনা। এদিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় রাহাত হোসেন বাবু (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মৃত লুনার ছোট ভাই বিশ্বজিৎ জানান, তাদের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার নৈয়ারবাড়ী গ্রামে। বাবার নাম ভুদেব চন্দ্র বৈদ্য। মাদারীপুরে সরকারি নাজিমুদ্দিন কলেজের ইংরেজি বিভাগে অনার্স শেষ বর্ষের ছাত্রী লুনা। গত মঙ্গলবার মেরুল বাড্ডার ওই ঠিকানায় বড় বোন সুমা বৈদ্যর বাসায় বেড়াতে যান তিনি। এরপর গতকাল ভোরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। মৃত্যুর আগে লুনা একটি চিরকুট লিখে যায়। তাতে মিঠুন নামে এক ছেলের কথা লেখা রয়েছে। মিঠুনের সম্পর্কে জানতে চাইলে বিশ্বজিৎ আরও বলেন, মিঠুন নামে এক ছেলের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল লুনার। সেই সম্পর্কের অবনতি হওয়ায় সে গত ২ মাস ধরে খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। এ জন্য তিনি ও লুনা মঙ্গলবার বড় বোনের বাসায় বেড়াতে আসেন। সারারাত তারা একসঙ্গে বসে আড্ডা দেন। রাতে তারা হুইসকি পান করেন। পরে দুই বোন এক রুমে শুয়ে পড়ে। ভোরে বড়বোন ঘুম থেকে উঠে লুনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লুনার পরিবারে বরাত দিয়ে বাড্ডা থানার এসআই মিলন ফকির জানান, লুনা এক মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিল। এ কারণে তার স্বজনরা গত সোমবার ডাক্তার দেখানোর জন্য তাকে ঢাকায় নিয়ে আসে। মঙ্গলবার রাতে যে কোনো সময় ফ্যানের সঙ্গে পর্দা দিয়ে ফাঁস লাগিয়ে লুনা আত্মহত্যা করে। ওই বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে বাড্ডা থানার এসআই গোলাম মোস্তফা জানান, গত মঙ্গলবার রাতে বাড্ডার গুদারাঘাট ৬ নম্বর রোডের ১০/এ নম্বর বাসা থেকে রাহাতের লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছে, রাহাতের বাবার নাম মো. সেলিম। মঙ্গলবার দুপুরে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে, তার ফাঁস নেওয়ার কারণ জানাতে পারেনি পরিবার। রাহাত এক সন্তানের জনক ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর