বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

পুলিশ-আনসার-ফায়ারে আক্রান্ত ১২ হাজার

নিজস্ব প্রতিবেদক

পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের ১১ হাজার ৮৫৬ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ সদর দফতর এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, গতকাল পর্যন্ত ১০ হাজার ৯৫৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২ হাজার ৩০৩ জন আক্রান্ত হয়েছেন। সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় ৬ হাজার ৮৬৫ জন সদস্য করোনা জয় করে সুস্থ হয়েছেন। পুলিশে গতকাল পর্যন্ত মোট চার হাজার ৩১৫ জন করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ১১ হাজার ৮২৩ জন পুলিশ কর্মকর্তা। চলমান এ যুদ্ধে পুলিশের ৪৪ সদস্য মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক মেহেনাজ তাবাস্সুম রেবিন জানান, গতকাল পর্যন্ত ৭০৫ জন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৩৮৫ জন সুস্থ হয়েছেন। ১৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোয়ারেন্টাইনে আছেন ১৪৭ জন। করোনায় প্রাণ হারিয়েছেন তিন সদস্য। আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ সম্মুখভাগে দায়িত্ব পালনকারী সব সদস্যকে পর্যাপ্ত নিরাপত্তা সামগ্রীসহ নিরাপদ দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অপারেটর জিয়াউর রহমান জানান, গতকাল পর্যন্ত ১৯৩ জন ফায়ার সার্ভিসের সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা জয় করে সুস্থ হয়েছেন ১৩৭ জন। আইসোলেশনে আছেন ৫৬ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর