বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে উপজেলায় আক্রান্তের হার ২৮ দশমিক ৪৭ শতাংশ

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামের ১৪ উপজেলায় ২৮ জুন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৭৬৯টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৫৯৮টি। এর মধ্যে পজিটিভ শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৪৮ জন, অর্থাৎ ২৮ দশমিক ৪৭  শতাংশ। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। গত মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৫২ জন। এর মধ্যে মহানগরে ৬ হাজার ৯৮ জন এবং উপজেলায় ২ হাজার ৭৫৪ জন। মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রামে মোট মারা যান ১৭৮ জন। জানা যায়, ১৪টি উপজেলায় প্রতি ১০০ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন ২৮ জন এবং নেগেটিভ ফলাফল আসছে ৭২ জনের। অন্যদিকে, করোনায় আক্রান্তদের মধ্যে উপজেলা পর্যায়ে মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। ১৪টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে হাটহাজারী থেকে ১ হাজার ৫০৬টি। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৩০০টি। অন্যদিকে, সবচেয়ে কম নমুনা সংগ্রহ করা হয়েছে সন্দ্বীপ উপজেলা থেকে ২৪৭টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ২৩১টি।  চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘শুরুর দিকে নগরে বেশি সংক্রমণ হলেও পর্যায়ক্রমে উপজেলায়ও সংক্রমণ বাড়ছে। তাই এখন নগর-গ্রাম সব পর্যায়ের মানুষদের সতর্ক থাকতে হবে।’জানা যায়, ২৮ জুন পর্যন্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মোট করোনায় আক্রান্ত হন ১৪৩ জন, সীতাকুন্ডে ২৬৮ জন, বোয়ালখালীতে ২৪০ জন, পটিয়ায় ২৭৫ জন, আনোয়ারায় ৯৯ জন, চন্দনাইশে ১৬৯ জন, ফটিকছড়িতে ১৩২ জন, মিরসরাইয়ে ৮০ জন, হাটহাজারীতে ৪২৩ জন, লোহাগাড়ায় ১৩০ জন, সন্দ্বীপে ৩৫ জন, রাঙ্গুনিয়ায় ১১৮ জন, বাঁশখালীতে ১৪১ জন ও রাউজানে ১৯৫ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর