বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

প্লাজমা প্রতারণা চক্রের হোতা এশান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্লাজমা প্রতারণা চক্রের হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ- তিনি করোনাভাইরাস (কভিড-১৯) থেকে সেরে ওঠা ব্যক্তির তথ্য সংগ্রহ ও ডাটাবেইজ তৈরি করে প্লাজমা দাতা ও গ্রহীতার মধ্যে যোগাযোগ তৈরির নামে প্রতারণা করে আসছিলেন। এ অভিযোগে চক্রের হোতা এরশাদ ওরফে এশানকে (৩৮) গ্রেফতার করেছে র?্যাব-৩। গতকাল সকাল সাড়ে ৮টায় রাজধানীর যাত্রাবাড়ীর ধনিয়া বাজার রোডের স্বপ্ন বিলাস কমিউনিটি সেন্টারের আন্ডার গ্রাউন্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২১ জুন এরশাদ ওরফে এশানের দুই সহযোগী সুমন ও শুক দেবকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যেই গতকাল সকালে অভিযান চালিয়ে এরশাদ ওরফে এশানকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানায়, করোনায় প্লাজমা চিকিৎসার সফলতা পাওয়া গেলে বিভিন্ন হাসপাতালের পজিটিভ থেকে নেগেটিভ হওয়া রোগীর ফোন নম্বর সংগ্রহ করে তাদের রক্তের প্লাজমা অসহায় রোগীদের ডোনেশন করার কথা বলে চক্রটি বেশ কিছু দিন ধরে রোগী এবং ডোনারের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ বিষয় নিয়ে এনএসআই মিডিয়া উইং তথ্য অনুসন্ধান শুরু করে। পরবর্তীতে গত ২১ জুন এনএসআই মিডিয়া উইংয়ের নেতৃত্বে সিটি এনএসআই এবং র‌্যাব-৩-এর সহযোগিতায় চক্রের দুই সদস্যকে ডোনেশনের বিনিময়ে টাকা লেনদেনের সময় যাত্রাবাড়ী, কাজলা থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর