বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

প্রশিক্ষণ কেন্দ্রের ফটক বন্ধ করে বহুতল ভবন

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ নিয়ে প্রশ্ন

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনার আড়াংঘাটা তেলিগাতি এলাকায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ফটক বন্ধ করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানটিতে দক্ষ জনশক্তি তৈরিতে মোটর ড্রাইভিং কোর্সসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কাজ ব্যাহত হচ্ছে। টিটিসির ফটকের সামনে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এক কাঠার কয়েকটি প্লট বরাদ্দ দেওয়ায় এ জটিলতা তৈরি হয়েছে। টিটিসি সূত্রে জানা যায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ১৯৭৭ সালে তেলিগাতিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলে। পরে একই ক্যাম্পাসে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হয়। কিন্তু ২০১৮ সালে তেলিগাতি সড়ক নির্মাণের পর সড়কের পাশে বিভিন্ন ব্যক্তিকে এক কাঠার ১৭টি প্লট বরাদ্দ দেয় কেডিএ। এর মধ্যে ১২ নম্বর প্লটটি টিসিসির দ্বিতীয় ফটকের সামনে। টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ মেহেদী হাসান বলেন, হঠাৎ করেই টিটিসির ফটকটি বন্ধ করে বহুতল ভবন নির্মাণকাজ শুরু হয়েছে। এতে দ্বিতীয় ফটক দিয়ে প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণার্থীদের চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা কাজে বাধা দিলে কেডিএ থেকে তারা ওই জমি বরাদ্দ নিয়েছে বলে জানায়। তবে সরকারি শিক্ষামূলক প্রতিষ্ঠানের ফটক বন্ধ করে কেডিএ ওই জমি কীভাবে বরাদ্দ দিয়েছে, এটা বড় প্রশ্ন। এ বিষয়ে জেলা প্রশাসন ও কেডিএ-কে লিখিতভাবে জানানো হয়েছে। মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. রিয়াজ শরীফ জানান, দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারিভাবে এখানে ২২টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ফটকটি বন্ধ হয়ে গেলে মোটর ড্রাইভিং কোর্সসহ বিভিন্ন প্রশিক্ষণ ব্যাহত হবে। এদিকে ভবন নির্মাণ শুরুর পর ওই স্থানে থাকা টিটিসির মূল বিদ্যুৎ সরবরাহ লাইন সরিয়ে নিতে অধ্যক্ষকে চিঠি দিয়েছে বরাদ্দ গ্রহীতা।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তবে কেডিএর সার্ভেয়ার শেখ বোরহান উদ্দিন জানান, তেলিগাতি সড়কটি নির্মাণের পর সেখানে সড়কের পাশে ১৭টি প্লট লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়। এর আগে ০১/৮৪-৮৫ এলএ কেসের মাধ্যমে সড়ক নির্মাণসহ সড়কের পাশের জমি বাণিজ্যিক প্লট হিসেবে বরাদ্দ দেওয়ার জন্য ওই জমি কেডিএর অনুকূলে অধিগ্রহণ করা হয়। বিষয়টি মীমাংসার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর