বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

ইসলামী ব্যাংকের আমানতে লাখ কোটি টাকার মাইলফলক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের আমানতের পরিমাণ জুন মাস শেষে দাঁড়িয়েছে ১ লাখ কোটি টাকায়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানিয়েছে, প্রথমবারের মতো তাদের আমানতের পারিমাণ এই অঙ্কে পৌঁছাল। ২০১৯ সালে এ ব্যাংকের আমানত ছিল ৯৪ হাজার ৬৮১ কোটি টাকা, ২০১৮ সালে ছিল ৮২ হাজার ২৫৭ কোটি টাকা, ২০১৭ সালে ছিল ৭৫ হাজার ৫০২ কোটি টাকা এবং ২০১৬ সালে ছিল ৬৮ হাজার ১৩৫ কোটি টাকা। আমানতের পাশাপাশি এক মাসে রেমিট্যান্স আহরণেও নিজেদের রেকর্ড ভাঙার কথা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। মে মাসে ৪৬ কোটি ১০ লাখ ডলারের রেকর্ড রেমিট্যান্স এসেছিল ইসলামী ব্যাংকের মাধ্যমে। জুন মাসে ৫৭ কোটি ৫০ লাখ ডলার আসায় সেই রেকর্ডও ছাড়িয়ে যায়। জুন মাসের রেমিট্যান্সের এই পরিমাণ আগের বছরের একই সময়ের ১১৬ শতাংশ বেশি।

চলতি বছরের মে মাসের আগে কখনো এ ব্যাংকের মাধ্যমে এক মাসে ৪০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসেনি।

জুন মাসে দেশে আসা মোট রেমিট্যান্সের এক-তৃতীয়াংশই এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। বর্তমানে রেমিট্যান্স আহরণে ইসলামী ব্যাংকের মার্কেট শেয়ার ৩২ শতাংশ। সারা দেশে ৩৫৭টি শাখা, ৪৩টি উপশাখা, ১২০০ এজেন্ট আউটলেট, ৬৬০টি নিজস্ব ও প্রায় ১১ হাজার ‘শেয়ারড’ এটিএম ও সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক। চলতি বছর এ ব্যাংকের গ্রাহক সংখ্যা বেড়ে দেড় কোটি হয়েছে। এর মধ্যে এজেন্ট আউটলেটের গ্রাহক সংখ্যা ৭ লাখ ৫৩ হাজার এবং আমানতের পরিমাণ ২৬০০ কোটি টাকা, যা দেশের সর্বোচ্চ বলে ইসলামী ব্যাংকের ভাষ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর