শিরোনাম
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০ ০০:০০ টা

২০ কোটির হিসাব তুলে ধরলেন ঢামেক পরিচালক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন দাবি করেছেন, এক মাসে ২০০ জন চিকিৎসকের খাবারের খরচ ২০ কোটি টাকা বলে যে তথ্য প্রচার করা হয়েছে, তা ভিত্তিহীন। কেবল ২০০ চিকিৎসকের খাবার নয়, চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের অন্য সব স্টাফের দুই মাসের থাকা, খাওয়া ও যাতায়াতের মোট বিল দেখানো হয়েছে ২০ কোটি টাকা। করোনা চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের থাকা-খাওয়ার খরচের হিসাব তুলে ধরতে গতকাল বেলা ১১টায় হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মজিবুর রহমান, অধ্যাপক ডা. বিল্লাল আলম, অধ্যাপক ডা. আহমেদুল কবির প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর