শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামের ১৫ উপজেলায় বিশুদ্ধ পানি

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামের ১৫ উপজেলায় বিশুদ্ধ পানি

চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় যাচ্ছে বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানির জন্য ইতিমধ্যে নলকূপ বসানো, পাম্প হাউস নির্মাণ ও পাইপলাইনের কাজ শেষ হয়েছে। করোনা সংক্রমণ কমে এলেই প্রকল্পের উদ্বোধন হবে। প্রথমেই দ্বীপ উপজেলা হিসেবে বিশুদ্ধ পানি পেতে যাচ্ছে সন্দ্বীপ পৌরবাসী। সন্দ্বীপ পৌরসভায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। প্রকল্পটি উদ্বোধন হলে সন্দ্বীপ পৌরসভার প্রায় ৫০০ পরিবার প্রথম ধাপে বিশুদ্ধ পানির আওতায় আসবে বলে পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে। তা ছাড়া সন্দ্বীপের এ প্রকল্পটি ছাড়াও বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ ও মিরসরাইয়ে আরও চারটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন, পৌরসভা এলাকায় প্রায় ৫০ হাজার মানুষ রয়েছেন। প্রকল্পটি সন্দ্বীপ পৌরবাসীর জন্য অত্যন্ত কার্যকর হবে। লবণাক্ত পানি, পাশাপাশি বন্যা ও জলোচ্ছ্বাস হলে নলকূপগুলো নষ্ট হয়ে যায়। প্রতি বাড়িতে গভীর নলকূপ না থাকায় যে শ্যালো নলকূপগুলো রয়েছে, সেখানে আর্সেনিক থাকে। এটা শুরু হলে পৌরবাসী বিশুদ্ধ পানি পাবে বলে জানান তিনি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সুমন রায় বলেন, প্রথম উপজেলা হিসেবে সন্দ্বীপ পৌরবাসী বিশুদ্ধ পানি পেতে যাচ্ছে। প্রকল্পের সব ধরনের কাজ শেষ। শুধু উদ্বোধনের অপেক্ষা। সাড়ে ৪ কোটি টাকা সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। আগামী ২০২০-২১ অর্থবছরে আরও চারটি উপজেলায় বিশুদ্ধ পানির প্রকল্প হবে। ধাপে ধাপে চট্টগ্রামের সব পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহে এমন প্রকল্প হাতে নেওয়া হবে। সন্দ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিদুয়ান আহমেদ শামীম বলেন, ‘এ প্রকল্পটি হওয়ার কারণে পানি নিয়ে মানুষের দুশ্চিন্তা কেটেছে। সন্দ্বীপ পৌরসভায় লবণাক্ত পানির কারণে অনেক সমস্যায় পড়ত মানুষ। এখন থেকে বিশুদ্ধ পানি মিলবে। এ প্রকল্পে সন্দ্বীপ পৌরবাসী অবশ্যই উপকৃত হয়েছে।’ জনস্বাস্থ্য প্রকৌশল দফতর চট্টগ্রাম সূত্রে জানা যায়, এ প্রকল্পের আওতায় .৬৫-.৯ কিউসেপ ক্যাপাসিটির তিনটি পাম্প হাউস বসানো হয়েছে। সাড়ে ১২০০ হর্স পাওয়ারের তিনটি উৎপাদক নলকূপ স্থাপন করা হয়েছে। এ ছাড়াও সংযোগ স্থাপনের জন্য প্রায় ২৬ কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে। প্রথম ধাপে প্রায় ৫০০ পরিবার বিশুদ্ধ পানির সংযোগের আওতায় আসবে। পৌরসভা এসব সংযোগের বিনিময়ে চার্জ আদায় করবে। পরে পৌর কর্তৃপক্ষ চাইলে আরও সংযোগ বাড়াতে পারবে। সন্দ্বীপের এ প্রকল্পটি ছাড়াও বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ ও মিরসরাইয়ে আরও চারটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সন্দ্বীপের চেয়ে এসব উপজেলায় আরও বড় আকারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাঁশখালীতে উৎপাদক নলকূপ বসিয়ে, মিরসরাইয়ে মহামায়া লেকের পানি, সাতকানিয়া ও চন্দনাইশে সাঙ্গু নদীর পানি বিশুদ্ধ করে পৌরসভায় পানি সরবরাহ করা হবে।

২০২০-২১ অর্থবছরে এ চার পৌরসভার প্রকল্পগুলো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে নাজিরহাট ও বারইয়ারহাট পৌরসভার অগ্রাধিকার ভিত্তিতে আরও দুটি বিশুদ্ধ পানির প্রকল্প হাতে নেওয়ার প্রাথমিক প্রস্তুতিও নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর