শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা
খুলনা

ঠাঁই নেই করোনা হাসপাতালে

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীর ভয়াবহ চাপ বেড়েছে। ১০০ শয্যার হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় ১১ জন করোনা রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে রাখা হয়েছে। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তি বাড়ছে। এদিকে চাপ সামাল দিতে বেসরকারি দুটি হাসপাতালে এখন থেকে করোনা রোগী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যায়, খুলনা জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ২১২ জন। মারা গেছেন ২৭ জন। খুলনা ডেডিকেটেড হাসপাতালের সমন্বয়কারী ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হাসপাতালে ঠাঁই নেই। ১০টি আইসিইউ বেডের সব কয়টিতে মুমূর্ষু রোগী ভর্তি রয়েছে। এ অবস্থায় নতুন কাউকে ভর্তির সুযোগ নেই। এরই মধ্যে কম ঝুঁকিপূর্ণ কিছু রোগীকে আলাদাভাবে মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে রাখা হয়েছে। সেখানেও ১৫টি শয্যার মধ্যে ১৩টিতে রোগী ভর্তি হয়েছে। নাগরিক নেতারা বলছেন, পরিস্থিতি এমন হয়েছে যে একজনকে ভর্তি করতে আরেকজনের মৃত্যুর অপেক্ষা করতে হচ্ছে। এদিকে অতিরিক্ত চাপ সামলাতে খুলনা সদর হাসপাতালে ৪২ শয্যার আলাদা ইউনিট করার কথা থাকলেও তা করা হয়নি। জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, সেখানে অবকাঠামো নির্মাণ ও অক্সিজেন প্লান্ট চালু করতে আরও দেড় মাসের মতো সময় লাগবে। তবে পরিস্থিতি সামলাতে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি ও ইসলামী ব্যাংক হাসপাতালে ৩০টি শয্যা প্রস্তুত রাখতে চিঠি দেওয়া হয়েছে। আগামী রবিবার থেকে সেখানে করোনা রোগী ভর্তি করা হবে।

 সরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করেই সেখানে চিকিৎসা দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর