শুক্রবার, ৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

অবশেষে নারায়ণগঞ্জ হাসপাতালে আইসিইউ

রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ

অবশেষে নারায়ণগঞ্জ হাসপাতালে আইসিইউ

অবশেষে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা করোনা হাসাপাতালে আইসিইউ সেবা চালু হলো। এই হাসপাতালে  আইসিইউ সেবা চালুর জন্য নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৫০ বারের অধিকবার ফোনে তাগাদা দিয়েছিলেন। গত দুই মাস ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ওই এমপিকে শনি রবি সোম বলে অর্ধশতবার আশ্বাস দিয়েছিল। কিন্তু আসছিল না আইসিইউ সেবা চালুর সরঞ্জাম। গতকাল শহরের খানপুর এলাকায় হাসপাতালটিতে সেই কাক্সিক্ষত ১০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। তিনি এই হাসপাতালটির পরিচালনা কমিটির সভাপতি। এ বিষয়ে মোবাইল ফোনে গতকাল শামীম ওসমান এমপি বলেন, আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি, সব প্রশংসা আল্লাহর। এরপর আমি বলব এটা আমাদের প্রধানমন্ত্রীর প্রচেষ্টার ফল। শেখ হাসিনা যা বলেন তা করেন। যেমন তিনি কথা দিয়েছিলেন নারায়ণগঞ্জে আইসিইউ সেবা চালু হবে, তা হয়েছে। এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় বলেন, ‘কভিড হাসপাতাল হিসেবে ঘোষণার পর আমাদের এখানে ৪৩২ জন রোগী ভর্তি হয়েছে। ৩৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখন থেকে কাউকে কোথাও যেতে হবে না।’ হাসপাতালটির পরিচালনা কমিটির সভাপতি সেলিম ওসমান এমপি বলেন, ৩০০ শয্যা হাসপাতাল বলা হলেও মূলত এটা প্রস্তাবিত ৫০০ শয্যা হাসপাতাল। এখন ১০ শয্যার আইসিইউ চালু হলেও আমরা এটিকে ৫০ শয্যায় উন্নীত করব। আর ৫০০ শয্যা হলে এখানে মেডিকেল কলেজ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের আবাসিক চিকিৎসক সামসুজ্জোহা সঞ্চয়ের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক জসীম উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর