শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

খুলনায় অক্সিজেনের কালো ব্যবসা

মুমূর্ষু রোগীদের জিম্মি করে দ্বিগুণ অর্থ আদায়

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় ওষুধ ও সার্জিক্যাল সরঞ্জামের পাইকারি বাজার হেরাজ মার্কেটকে ঘিরে অক্সিজেনের কালো ব্যবসা গড়ে উঠেছে। অক্সিজেনের সংকটের কথা বলে এখানে দ্বিগুণ-তিনগুণ অর্থ আদায় করা হচ্ছে। মুমূর্ষু রোগীকে বাঁচাতে বাধ্য হয়ে অতিরিক্ত দামে অক্সিজেন কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্বজনরা। জানা যায়, খুলনায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এদের মধ্যে বয়স্কদের ক্ষেত্রে শ্বাসকষ্টজনিত সমস্যাই বেশি। চিকিৎসকদের মতে, কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে তাদের শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখা জরুরি। তবে খুলনায় সরকারি হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে ভর্তির সুযোগ না থাকায় বাড়িতে রেখেই অনেককে অক্সিজেন দিতে বলা হচ্ছে। আর এ সুযোগে অক্সিজেন সেটের দাম বাড়িয়ে দিয়েছে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটারি খুলনা অক্সিজেন ব্যাংক প্রকল্প’র চেয়ারপারসন ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান জানান, জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাজারে অক্সিজেন সেটের দাম ছিল ১৪ থেকে ১৫ হাজার টাকা, কৃত্রিম সংকট দেখিয়ে সেই সেট এখন ৩০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, অক্সিজেন সিলিন্ডার রিফিল বা পুনরায় ভর্তি করতে মাত্র ১২০ টাকা প্রয়োজন হয়। কিন্তু মুমূর্ষু রোগীদের জিম্মি করে সেখানে হাজার হাজার টাকার ব্যবসার ফাঁদ পেতেছে অসাধু ব্যবসায়ীরা।

সরেজমিন দেখা যায়, স্বাস্থ্যবিভাগের কোনো মনিটরিং না থাকায় খুলনার হেরাজ মার্কেটে ১ দশমিক ৩৬ কিউবিক মিটারের অক্সিজেনসহ সেট বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। বিভিন্ন অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান সিলিন্ডার, ফ্লোমিটার ও মাস্কের বাজারমূল্য ২৩ হাজার ৭১০ টাকা নির্ধারণ করলেও হেরাজ মার্কেটে ফাহিম সার্জিক্যালে ৩০ হাজার টাকা, ফেমাস সার্জিক্যালে ৩৫ হাজার ও সাকির সার্জিক্যালে ৩৩ হাজার টাকা চাওয়া হচ্ছে। এ ছাড়া সিলিন্ডার বাদে ফ্লোমিটার ও অন্যান্য সামগ্রীর দাম ৫ হাজার ২০০ টাকা থেকে ৮ হাজার টাকা চাওয়া হচ্ছে। তবে এখানকার ব্যবসায়ীদের দাবি, অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। তারাই অক্সিজেনের দাম কয়েক দফা বাড়িয়ে দিয়েছে। জানা যায়, খুলনায় স্পেকট্রা অক্সিজেন লিমিটেড, লিন্ডা ও খুলনা অক্সিজেন লিমিটেড বাজারে অক্সিজেন সরবরাহ করে। স্পেকট্রা অক্সিজেন লিমিটেডের প্রতিনিধি সজীব রায়হান বলেন, গত কয়েক মাসে অক্সিজেনের দ্বিগুণ চাহিদা বেড়েছে। তবে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো অক্সিজেনের দাম বৃদ্ধি করেনি। ১ দশমিক ৩৬ কিউবিক মিটারের অক্সিজেন সিলিন্ডার ১২০ টাকা ও ৬ দশমিক ৮ কিউবিক মিটারের বড় সিলিন্ডার ৪১০ টাকায় রিফিল করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর