শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

আনন্দে কাঁদলেন পাটকল শ্রমিকরা, মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আনন্দে কাঁদলেন পাটকল শ্রমিকরা, মিষ্টি বিতরণ

পাটকল শ্রমিকরা এককালীন পাওনা টাকা পাওয়ার নিশ্চয়তা পেয়ে গতকাল নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন -বাংলাদেশ প্রতিদিন

দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে এবার পাটকল শ্রমিকরা এককালীন পাওনা টাকা পাওয়ার নিশ্চয়তা পেয়েছেন। পাটকল বন্ধ হওয়ায় শ্রমিকদের সমুদয় পাওনার অর্ধেক নগদে ও বাকি অর্ধেক তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মাধ্যমে দেওয়া হবে। গতকাল বিকালে খুলনায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রী গৃহীত পদক্ষেপ ও জারিকৃত প্রজ্ঞাপন লিফলেট আকারে শ্রমিকদের মাঝে বিতরণ করেন। এ সময় অবসরপ্রাপ্ত শ্রমিকদের অনেকে আবেগাপ্লুত হয়ে আনন্দে কেঁদে ফেলেন। পরে তারা মিষ্টি বিতরণ ও মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থনা করেন। খুলনার দিঘলিয়া সেসহাটিতে স্টার জুট মিল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের পাওনা শতভাগ পরিশোধ করেই সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে মিলগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ২০১৪ সাল থেকে অবসরে যাওয়া এবং বর্তমানে কর্মরত শ্রমিকদের ন্যায্য পাওনা এককালীন পরিশোধের সিদ্ধান্ত নিয়েছেন। শ্রমিকদের পাওনা টাকায় যাতে কোনো মধ্যস্বত্বভোগী ভাগ বসাতে না পারে সেজন্য সরকারি কর্মকর্তাদের তত্ত্বাবধানে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে। তিনি রাষ্ট্রায়ত্ত পাটকলে অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পাওনা এককালীন পরিশোধে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানান। একই সঙ্গে পাটকল শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর