শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

সেন্ট্রাল অক্সিজেনের আওতায় আসছে রেলওয়ে হাসপাতাল

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

করোনা রোগীদের চিকিৎসাসেবা আরও গতিশীল করতে চলতি মাসের মধ্যেই ঢাকা ও চট্টগ্রামের রেলওয়ে হাসপাতাল দুটিকে (১৯২ শয্যার) সেন্ট্রাল অক্সিজেনের আওতায় আনছে রেলওয়ে প্রশাসন। এ ব্যাপারে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ লিনডে, স্পেকট্রা ও মেডিকিট নামের তিনটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ইতিমধ্যেই বেশ কয়েকবার হাসপাতাল দুটি পরির্দশন করেছেন। সব প্রক্রিয়া শেষ হলে চলতি মাসেই শতভাগ সেন্ট্রাল অক্সিজেনের আওতায় নিয়ে আসা যাবে বলে জানায় রেলওয়ে প্রশাসন। রেলের দুটি হাসপাতালে শুধু সেন্ট্রাল অক্সিজেন নন, করোনার টেস্ট, চিকিৎসাসেবা, প্রণোদনাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার দাবিও জানান রেলওয়ে শ্রমিক লীগের নেতারা।

পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম-অতিরিক্ত দায়িত্ব) সরদার শাহাদাত আলী বলেন, রেলপথ মন্ত্রণালয় ঢাকা ও চট্টগ্রামের রেলওয়ে হাসপাতালকে সেন্ট্রাল অক্সিজেনের আওতায় আনার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে। সপ্তাহ দুয়েকের মধ্যেই সব চূড়ান্ত হলে চলতি মাসেই (জুলাই) বা যত দ্রুত সম্ভব সেন্ট্রাল অক্সিজেনের আওতায় আনা যাবে। পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (সিই) মো. সুবক্তগীন বলেন, সবকিছু শেষ হলে আশা করছি চলতি মাসেই হাসপাতাল দুটি সেন্ট্রাল অক্সিজেনের আওতায় নিয়ে আশা যাবে এবং পর্যায়ক্রমে আরও আধুনিকায়নও করা হবে বলে জানান তিনি। পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) ফকির মো. মহিউদ্দিন বলেন, রেলের হাসপাতালগুলো সেন্ট্রাল অক্সিজেনের আওতায় এলে রেলওয়ের স্টাফদের জন্যও সুবিধা হবে। রেলওয়ে শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, রেলওয়ের হাসপাতালগুলোতে করোনার পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী, সেন্ট্রাল অক্সিজেন, স্টাফদের প্রণোদনা এবং করোনা টেস্ট করার ব্যবস্থার দাবি জানাচ্ছি।

সর্বশেষ খবর