শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে ঘোড়দৌড় আক্রান্তে

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতটি ল্যাবে ৩০ জুন করোনাভাইরাস শনাক্তে ১ হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে পজিটিভ আসে ৩৭২ জনের। ১ জুলাই মোট নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩৭৩ জনের, এর মধ্যে পজিটিভ আসে ২৭১ জনের। সর্বশেষ ২ জুলাই নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৩২৩ জনের, এর মধ্যে পজিটিভ আসে ২৮২ জনের। তিন দিনে গড়ে ৩০৮ জনের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে ঘোড়দৌড় গতিতে। সঙ্গে বাড়ছে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা। স্বয়ং আক্রান্ত ব্যক্তিও যত্রতত্র দেদার ঘুরছে। তবু কারও মধ্যে কোনো ভীতি, সতর্কতা ও সচেতনতা দেখা যাচ্ছে না। মার্কেট, সড়ক, গণপরিবহন, বাজার সর্বত্র স্বাভাবিক পরিবেশ দৃশ্যমান। নগর ও উপজেলায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করেও অপ্রয়োজনীয় ঘোরাফেরা থেকে কাউকে নিবৃত্ত করা যাচ্ছে না বলে অভিযোগ আছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘প্রতিদিন যে হারে আক্রান্ত হচ্ছে, তা আমাদের সবার জন্যই সতর্কবার্তা। সবাইকে স্বাস্থ্যবিধি মানা, অহেতুক বাসা থেকে বের না হওয়া, বের হলে অবশ্যই মাস্ক পরিধান করা এসব নির্দেশনা মেনে চলা উচিত।’ হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘করোনা পজিটিভ ব্যক্তির বাড়িতে গেলাম লকডাউন করতে। কিন্তু রোগী বাড়িতে নেই, কেনাকাটা করতে গেছেন বাজারে। অবস্থা দেখে মনে হচ্ছে, দেশে করোনা বলতে কিছু নেই। সবাই যেন ভাবলেশহীন!’ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা ও অপ্রয়োজনীয় ঘুরাফেরা বন্ধ করতে প্রতিদিনই অভিযান পরিচালিত হয়। কিন্তু যতক্ষণ অভিযান ততক্ষণ ঠিক। এরপরই সবকিছুতে যেন স্বাভাবিক পরিবেশ ফিরে আসছে।’  সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪০৫ জন। এর মধ্যে মহানগরে ৬ হাজার ৪৬৭ জন ও উপজেলায় ২ হাজার ৯৩৮ জন। ইতোমধ্যে মারা গেছেন ১৮৭ জন, এর মধ্যে মহানগরে ১৩৬ জন এবং উপজেলায় ৫১ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ১৩১ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর