শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা
চেক বিতরণকালে তথ্যমন্ত্রী

যারে দেখতে নারি তার চলন বাঁকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘যারে দেখতে নারি তার চলন বাঁকা’ এমন সমালোচনা না করার অনুরোধ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা ও করোনাকালীন বিশেষ অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম  প্রেস ক্লাব সভাপত্বি আলী আব্বাস, ডিইউজে-ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, বিএফইউজে যুগ্ম মহাসচিব কাজী মহসিন,

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম  অনুষ্ঠান সঞ্চালনা করেন।

 তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের করোনা সময়ের বিশেষ সহায়তা হিসেবে এ পর্যন্ত চার কোটি ৩১ লাখ টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে সাংবাদিকদের সহযোগিতা করার জন্য আরও অর্থ বরাদ্দ দেবেন প্রধানমন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে বিএফইউজের সহসভাপতি ও  পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী কল্যাণ ট্রাস্টে ঢাকার বাইরের প্রতিনিধিত্ব, গণমাধ্যমকর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা, যাতায়াত সুবিধা নিশ্চিতকরণসহ সাংবাদিকদের সুরক্ষায় নানা বিষয়ে সরকারের আরও কঠোর মনিটরিং দাবি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর