শনিবার, ৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে পরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় ২০ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি না মেনে বাস, সিএনজি ও ব্যক্তিগত গাড়ি চালানোর দায়ে ২০ জন চালক, হেলপার ও যাত্রীকে জরিমানা করা হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট মো. ওমর ফারুক। অভিযানে নগরীর জিইসি মোড় ও ওয়াসা মোড় হয়ে আগ্রাবাদমুখী ও বহদ্দারহাটমুখী অনেক বাস, সিএনজি ও ব্যক্তিগত গাড়ি স্বাস্থ্যবিধি অমান্য করে স্যানিটাইজার না রাখা, নকল হ্যান্ড স্যানিটাইজার রাখা, পানি দিয়ে স্যানিটাইজড করা ও অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে ১০ জন চালককে ৩ হাজার টাকা, ব্যক্তিগত নোয়া গাড়ি ও সিএনজিতে অধিক যাত্রী থাকার দায়ে চালক ও যাত্রীসহ ১০ জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনস্বার্থে অভিযান চলবে।’

সর্বশেষ খবর