রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

সরকারি জমি দখলের মতলবে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সরকারি জমি দখলের মতলবে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার!

বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের মাঝিগ্রামে প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে সৈনিক লীগের এক নেতা সরকারি জমি দখল করেছেন- এ খবরে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগও করা হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। তাই দেখা যায়, দখল করা জমিতে তোলা দেওয়ালে এখনো প্রধানমন্ত্রীর ছবি। জানা গেছে, মাঝিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ-সংলগ্ন রাস্তাটির বাঁকের একটি অংশ দখল করে রেখেছেন সৈনিক লীগ নেতা জোবায়ের হোসেন। আবার রাস্তাটির জমির একটি অংশ গিয়ে পড়েছে তার বাড়ির প্রাচীরের ভিতরে। সম্প্রতি তিনি এ প্রাচীরটি নির্মাণ করেন রাস্তার জমি দখল করে। এর পর প্রাচীরে ঝুলিয়ে দেন প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ফেস্টুন। রাস্তা দখল করে নির্মাণ করা প্রাচীরে মূল ফটকে লেখা ‘সাহেরা মঞ্জিল’। তার নিচেই আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। ফেস্টুনের নিচে লেখা- আলহাজ জোবায়েদ হোসেন, সভাপতি, বঙ্গবন্ধু সৈনিক লীগ, বাগমারা উপজেলা শাখা। স্থানীয় আফজাল হোসেন, আকবর হোসেন, আবুল কালাম আজাদসহ আরও অনেকে অভিযোগ করেন, এর আগেও জোবায়ের জমি দখল, মারপিটসহ নানা অভিযোগে কয়েকবার পুলিশের হাতে আটক হন। পরে জামিনে বের হন। এ ছাড়া এলাকার একাধিক যুবককে চাকরির প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। এ নিয়ে এলাকাবাসী মানববন্ধনও করেছেন। তবে জোবায়ের হোসেন দাবি করেন, তার নিজস্ব জায়গায় তিনি বাড়ি নির্মাণ করেছেন।

দখলের মতলবে নেত্রীর ছবি ব্যবহার করেননি। তিনি শেখ হাসিনার আদর্শে বিশ^াসী। তাই তার ছবি বাড়ির সামনে টানিয়ে দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর