রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

সাবেক ছিটমহলে করোনা এখনো হানা দিতে পারেনি

সচেতনতায় জয় করতে চান তারা

নজরুল মৃধা, রংপুর

সাবেক ১১১ ছিটমহলের প্রায় ৩৮ হাজার  বাসিন্দার মাঝে এখনো করোনা হানা দিতে পারেনি। কাবু করতে পারেনি মরণঘাতী ভাইরাস করোনা। ৩ মাস পেরিয়ে গেলেও সাবেক ছিটমহলের বাসিন্দাদের কারও দেহে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়নি। স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্য বিভাগের সচেতনতায় সাবেক ছিটমহলগুলোতে কেউ এখনো করোনা আক্রান্ত হয়নি। প্রাণঘাতী ভাইরাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে মানুষ মারা গেলেও সাবেক ওইসব ছিটমহলে এখন পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হয়নি কিংবা মারাও যায়নি। স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ও বাইরে থেকে যারা এলাকায় গেছেন তাদের কঠোরভাবে হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করাসহ নানা ধরনের সচেতনতায় এখন পর্যন্ত সাবেক ছিট মহলগুলোতে করোনা সংক্রমণ বিস্তার ঘটেনি। ছিটমহল আন্দোলনের সাবেক সমন্বয়ক গোলাম মোস্তফা বলেন, সাবেক ছিটমহলগুলো নেতাদের সঙ্গে আমি প্রতিদিনই খোঁজখবর রাখছি। আমার জানা মতে ১১১টি সাবেক ছিটমহলের কোথাও করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি। সবাই করোনা সম্পর্কে সচেতন। সামাজিক দূরত্বসহ অন্যান্য নিয়ম-কানুন মেনে চলছে। কুড়িগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় কয়েকজন করোনা রোগী রয়েছে। তবে আমার জানা মতে সাবেক ছিটমহলে কোনো করোনা রোগী নেই। লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, লালমনির হাটের সাবেক ছিটমহলগুলোতে কোনো করোনা রোগী নেই। নীলফামারীর সিভিল সার্জন ডা. রঞ্জিত কুমার বলেন, তার জেলায় সাবেক ছিটমহলে কোনো করোনা রোগী নেই। পঞ্চগড়ের সিভিল সার্জন বলেন, খোঁজ নিয়ে জেনেছি সাবেক ছিটমহলের কোথাও করোনা আক্রান্ত রোগী নেই।  বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিন আহমেদ খান বলেন, গত সপ্তাহে দাশিয়াছড়া গিয়েছিলাম। সেখানে কোনো করোনা রোগী নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর