রবিবার, ৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

৯১ স্থাপনায় এডিসের লার্ভা জরিমানা দেড় লাখ

নিজস্ব প্রতিবেদক

এডিস মশা দমনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিরুনি অভিযানের ৯১টি স্থাপনায় এডিস মশার লার্ভা শনাক্ত হয়েছে। গতকাল ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালত স্থাপনা মালিকদের এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে।

ডিএনসিসি সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে একযোগে বিশেষ এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল থেকে শুরু হয়ে অভিযান ১০ দিন চলবে। অভিযানে মোট ১২ হাজার ৬১৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে মোট ৯১টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৮ হাজার ৭৬৪টি বাড়ি ও স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময় ১২টি মামলায় স্থাপনা মালিকদের মোট এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর