সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

হঠাৎ কোয়ারেন্টাইনে ইন্টার্নরা

বাড়ছে স্বাস্থ্যকর্মী আক্রান্তের হার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি নগরীর করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। তেমনি চিকিৎসা নিয়েও ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের মাঝে। করোনার আইসোলেশন ইউনিট হিসেবে মিশন হাসপাতালকে বেছে নেওয়া হলেও সেখানে তেমন কোনো চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ ওঠেছে। এমনকি রোগীদের দেখাশোনার তেমন কোনো ব্যবস্থা নেই। ফলে রোগীদের অক্সিজেন দেওয়ার মতোও জনবল পাচ্ছে না মিশন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে করে রোগীরা নিজেদের প্রয়োজনে কখনো কখনো নিজেরাই অক্সিজেন নিতে বাধ্য হচ্ছেন। আবার রোগীর সঙ্গে সেবাযতœ করতে রাখা হচ্ছে স্বজনদের। সেসব স্বজনই রোগীর ওষুধ এবং খাবারসহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাইরে বের হচ্ছেন। এতে করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া প্রায় এক সপ্তাহ ধরে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। হাসপাতালটি মূলত এখন সিনিয়র চিকিৎসকনির্ভর হয়ে পড়েছে। এরই মধ্যে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনের নামে ইন্টার্ন চিকিৎসকরা রবিবার থেকে কাজে যোগদান না করায় চিকিৎসাব্যবস্থা একেবারে  ভেঙে পড়েছে রামেকে। রামেক হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা দ্রুত ইন্টার্নদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে তাদের কাজে ফেরানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মিজানুর রহমান জানান, তিনিসহ বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর