সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

খুলনায় পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ছড়িয়েছে। খুলনা নগর বিএনপির নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানিয়েছেন-‘পাটকল বন্ধ করে কয়েক লাখ মানুষের জীবন-জীবিকা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কৃতিত্ব হতে পারে না। পাটকল বন্ধ করে সরকারের সাফল্য প্রচার হাস্যকর।’ তারা বলেন, ‘শ্রমিকদের পাওনা পরিশোধের আগাম ব্যবস্থা না নিয়ে জবরদস্তিমূলক সিদ্ধান্ত চাপিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দলের মহড়ার মধ্যে মিল বন্ধের নোটিস প্রদান অমানবিক।’ এদিকে পাল্টা বিবৃতিতে গতকাল খুলনা আওয়ামী লীগ  নেতৃবৃন্দ বলেছেন, খালেদা জিয়া যখন খালিশপুরকে মৃত্যুপুরীতে পরিণত করেছিলেন তখন বিএনপির এ মায়াকান্না কোথায় ছিল? প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত যদি খারাপই  হতো তাহলে শ্রমিকরা মেনে নিলেন কেন এবং শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন কেন? আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিএনপির ষড়যন্ত্রের জালে পা না রাখার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেন- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ। এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এক বিবৃতিতে সরকারকে আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়ে পাটশিল্পকে বাঁচিয়ে রাখতে পাটকল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর