সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

পশুর হাটে স্বাস্থ্যবিধি রক্ষা নিয়ে শঙ্কা

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের হার প্রতিদিনই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে কোরবানির ঈদের পশুর হাটে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি কতটুকু রক্ষা হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা রয়েছে স্বাস্থ্যবিধি রক্ষা। কারণ এসব রক্ষা করা না গেলে, ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালে সংক্রমণ ঠেকাতে মানুষকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসন যখন গলদ্ঘর্ম। তখন ব্যাপক জনসমাগম হয় এমন পশুর হাটে কীভাবে স্বাস্থ্যবিধি রক্ষা করা যাবে তা প্রশ্ন সাপেক্ষ। তাই নগরের পশুর হাটগুলো শহরের পার্শ্ববর্তী এলাকায় স্থানান্তর করা উচিত। চসিকের রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, নগরে প্রতিবছর সাতটি স্থায়ী-অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়া হয়। চসিকের ভূ-সম্পত্তি কর্মকর্তা এখলাছুর রহমান বলেন, এবার হাটে পশু কেনাকাটার বিষয়ে ইজারাদারদের কিছু শর্ত দেওয়া হবে। এর মধ্যে এক দিকে প্রবেশ করে অন্য পথ দিয়ে বের হওয়া। একটি পশুর সঙ্গে দুজনের বেশি লোক না থাকা। এ ছাড়া মাস্ক পরা ও হ্যান্ডস্যানিটাইজার সঙ্গে রাখাসহ আরও কিছু নির্দেশনা দেওয়া হবে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ‘কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে বসানোর বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে বৈঠক হয়েছে।

বৈঠকে সরকারি নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও নির্দেশনা আসবে। বিষয়টি তদারকি করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর