সোমবার, ৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

সীমান্ত হত্যায় সরকার প্রতিবাদ করছে না

-রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশিদের হত্যা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশের ভিতর থেকে ধরে নিয়ে নির্যাতনও চালায় তারা। এ হত্যা বন্ধে সরকারের কোনো পদক্ষেপ নেই। তারা কোনো প্রতিবাদ জানাতে পারে না। বর্তমান সরকার এতটাই নতজানু যে, এ নিয়ে টু শব্দটি পর্যন্ত করে না। এ বিষয়ে তথ্যমন্ত্রী চুপ করে আছেন কেন? গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। বিএনপির এ মুখপাত্র অভিযোগ করেন, সরকারের মন্ত্রীরা ঘরে বসে ভার্চুয়াল পদ্ধতিতে দেশ চালাচ্ছেন। আর বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও দলীয় সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যাকান্ডের নিন্দা জানান রিজভী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর