মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

অস্থায়ী চিকিৎসকদের অবস্থান কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

অস্থায়ী চিকিৎসকদের অবস্থান কর্মসূচি স্থগিত

অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন বারডেম  জেনারেল হাসপাতালের অস্থায়ী চিকিৎসকরা। গতকাল বারডেম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আবাসিক মেডিকেল অফিসারদের আলোচনা হয়। কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে তারা কর্মসূচি স্থগিত করেছে। বারডেম হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতিম সেন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মেডিকেল অফিসারদের আলোচনা হয়েছে। আলোচনায় দাবির বিষয়ে কর্তৃপক্ষ আশ্বাস দেন। এ প্রতিশ্রুতির ভিত্তিতে এবং করোনাকালে রোগীদের চিকিৎসার সুবিধার্থে আবাসিক মেডিকেল অফিসাররা অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছে। বারডেম হাসপাতালের আবাসিক চিকিৎসকরা জানান, কর্তৃপক্ষ অর্গানোগ্রাম অনুযায়ী আগামী এক বছরের মধ্যে শূন্য পদ থাকা সাপেক্ষে বিজ্ঞপ্তি দিয়ে মেডিকেল অফিসার হিসেবে স্থায়ী পদে আবেদনকারীদের অগ্রাধিকার দেবে। সব অস্থায়ী চিকিৎসকদের করোনাকালীন চিকিৎসার মেয়াদ বৃদ্ধি করা হবে। সব অস্থায়ী চিকিৎসকের বাবা-মায়ের হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসার ব্যয় মহাপরিচালক তার সক্ষমতার মধ্যে বহন করবে। চাকরির মেয়াদ অনুযায়ী ইনক্রিমেন্টের ব্যবস্থার চেষ্টা, পর্যাপ্ত সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করা ও ১০ লাখ টাকা জীবন বীমার ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে ৩১ মে থেকে পুরো বেতন, সুরক্ষা উপকরণ নিশ্চিত করা ও চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসাররা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর