মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

ভারতীয় স্ত্রীর প্রতারণা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভারতীয় নারী তৃতীয় স্ত্রীর দায়ের করা প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছেন বরিশাল মহানগর বিএনপির সহসভাপতি মনিরুল আহসান তালুকদার। গতকাল বেলা ১১টায় রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক হওয়ার পর ২০১৩ সালে বিয়ের আগে হিন্দু ধর্ম ত্যাগ করে মলির নাম রাখা হয় মলি আহসান তালুকদার। প্রায় সাত বছর কলকাতায় সংসার শেষে গত বছর ২২ নভেম্বর বাংলাদেশে আসেন মনিরুল। ওই সময়ের মধ্যে মনিরুল তার কাছ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নেন। এরপর আর কলকাতা ফিরে না যাওয়ায় স্বামীর খোঁজে বাংলাদেশে এসে মলি জানতে পারেন, মনিরুলের আরও দুটি বিয়ে রয়েছে। প্রেমের সম্পর্কে বিয়ের সাত বছর পর মনিরুল বাংলাদেশে এসে মামলার বাদী মলির কোনো খবর রাখেননি।

এ জন্য স্বামীর খোঁজ নিতে তিনবার বাংলাদেশে আসেন মলি। সর্বশেষ ১৩ মার্চ বাংলাদেশে এসে অনেক খোঁজাখুঁজির পর স্বামী মনিরুলের সন্ধান পান তিনি। পরে ঠিকানা অনুযায়ী গিয়ে তিনি দেখতে পান, সেখানে তার স্ত্রী-সন্তান রয়েছে। কিন্তু মলিকে দেখে মনিরুল অবাক হন এবং স্বামী-স্ত্রীর সম্পর্ক অস্বীকার করেন। ওই সময়ের মধ্যে মলির কাছ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ওই মামলায় মনিরুলকে বনশ্রী থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন এসআই জহিরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর