বুধবার, ৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

পুলিশ-আনসার-ফায়ারে করোনা আক্রান্ত ১২ হাজার ৭৫৮

নিজস্ব প্রতিবেদক

পুলিশ-আনসার-ফায়ারে করোনা আক্রান্ত ১২ হাজার ৭৫৮

পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের ১২ হাজার ৭৫৮ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ সদর দফতর এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, গতকাল পর্যন্ত ১১ হাজার ৭৮৬ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ডিএমপিতে দুই হাজার ৩৭৭ জন আক্রান্ত হয়েছেন। সাত হাজার ৯৫২ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন। চার হাজার ৮১০ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। কোয়ারেন্টাইনে রয়েছেন ১২ হাজার ৫২৯ জন পুলিশ কর্মকর্তা। চলমান এ যুদ্ধে পুলিশের ৪৫ সদস্য মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক মেহেনাজ তাবাস্সুম রেবিন জানান, গতকাল পর্যন্ত ৭৬২ জন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৪৩০ জন সুস্থ হয়েছেন। ১৬১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোয়ারেন্টাইনে আছেন ১৬৮ জন। করোনায় প্রাণ হারিয়েছেন তিন সদস্য। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, গতকাল পর্যন্ত ২১০ জন ফায়ার সার্ভিসের সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা জয় করে সুস্থ হয়েছেন ১৬০ জন। আইসোলেশন আছেন ৫০ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর