বুধবার, ৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

আজ পাস হবে ভার্চুয়াল আদালত পরিচালনা আইন

নিজস্ব প্রতিবেদক

সাত দিনের বিরতির পর আজ বেলা ১১টায় আবার বসছে একাদশ জাতীয় সংসদের সংক্ষিপ্ততম বাজেট (অষ্টম) অধিবেশন। অধিবেশনের আজকের বৈঠকে পাস হবে দেশে ব্যতিক্রমী ভার্চুয়াল আদালত পরিচালনা সংক্রান্ত আইন ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল-২০২০’। এ ছাড়াও নতুন দুটি বিল সংসদে উত্থাপিত হবে বলে জানা গেছে। আগামীকাল শেষ হবে বাংলাদেশের সংক্ষিপ্ততম বাজেট (অষ্টম) অধিবেশন। জাতীয় সংসদের আইন শাখা সূত্রে জানা যায়, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে জারি করা ভার্চুয়াল আদালত পরিচালনা সংক্রান্ত আইন বিলটি ৩০ দিনের মধ্যে পাস করার বাধ্যবাধকতা রয়েছে। তাই বুধবারের সংসদে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল-২০২০’ পাসের জন্য সংসদে উত্থাপিত হবে। চলতি সংসদে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল’-ছাড়া অন্য কোনো বিল পাস হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর