বুধবার, ৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রফেসর ইউনূসের গ্রামীণ ক্ষুদ্রঋণ

নিজস্ব প্রতিবেদক

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রফেসর ইউনূসের গ্রামীণ ক্ষুদ্রঋণ

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে দরিদ্র মানুষের মধ্যে এবার ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করল শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান। ইয়েমেনের আল হুদায়দাহ প্রদেশে গ্রামীণ ইয়েমেন ফাউন্ডেশনের আজ জুহরাহ্ শাখা থেকে ৫ জুন এ ক্ষুদ্রঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস জুমের মাধ্যমে মূল বক্তব্য দেন। ইয়েমেনের অর্থমন্ত্রী ড. রশিদ আবো লোহম, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল মোহসেন তায়ুস, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ  প্রমুখ অনুষ্ঠানে জুমের মাধ্যমে অংশ নেন। এ ছাড়া উপস্থিত ছিলেন গ্রামীণ ইয়েমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহামেদ সোয়েইদ, ফাউন্ডেশনের উপপ্রধান নির্বাহী আহমদ আল মাহফাদি, প্রকল্প পরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর