বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনাকালে বাসের টোল দ্বিগুণ করল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

করোনাকালে বাসের টোল দ্বিগুণ করল ডিএসসিসি

করোনা সংকটের মধ্যেও বাড়ানো হয়েছে গণপরিবহনের টোল -বাংলাদেশ প্রতিদিন

করোনা সংকটের মধ্যে রাজধানীতে চলাচলকারী গণপরিবহনের টোল বাড়িয়ে দ্বিগুণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গত ৩০ জুন টোল/রাজস্ব/কুলিমজুরি ফি বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা ওই দিন দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে। করোনার কারণে যাত্রী সংকটের মধ্যে বাসের এ টোল বৃদ্ধি অযৌক্তিক মনে করছেন বাস মালিকরা। বর্ধিত ফি প্রত্যাহারে মেয়রের সুদৃষ্টি কামনা করে গত ৬ জুলাই ডিএসসিসিতে আবেদন জমা দিয়েছে ৪১টি পরিবহন কোম্পানি। টোল বৃদ্ধির বিজ্ঞপ্তি অনুযায়ী, সায়েদাবাদ সিটি রুটে বাস-মিনিবাসের টোল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা, গুলিস্তান রুটে ২০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা, সিএনজি-অটোরিকশা-টেম্পু-নাভানা মেক্সি ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। বাস মালিকরা বলছেন, করোনার কারণে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকায় তাদের লোকসান গুনতে হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই গুলিস্তান-জয়কালী মন্দির, মতিঝিলসহ আশপাশের এলাকায় চলাচলকারী বাসের টোল ২০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। এ ছাড়া ইজারাদাররা গুলিস্তান-জয়কালী মন্দির, মতিঝিল, গোলাপবাগ মোড়, ধলপুরের উত্তর ঢাল ও ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে থেকে ৬০ টাকা হারে টোল আদায় করছেন। আশা করছি, পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডিএসসিসি মেয়র পূর্বের টোল বহাল রাখবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর