বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে তিন তরুণের অনলাইন ক্লাসের ভিন্নধর্মী উদ্ভাবন

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

একজন শিক্ষককে দেওয়া হবে পৃথক একটি প্যানেল। শিক্ষকরা তাদের  তৈরিকৃত টিউটোরিয়ালগুলো প্রতিষ্ঠানের সাইটে দিয়ে দেবেন। শিক্ষার্থীরা বাসায় বসে যে কোনো সময় সহজেই দেখতে এবং পড়তে পারবে। একই সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যে কোনো নোটিশ মোবাইল বার্তার মাধ্যমে সব শিক্ষক ও শিক্ষার্থীর নিকট খুব সহজে পাঠাতে পারবেন। এভাবে বর্তমান করোনা মহামারীতে জনপ্রিয় হয়ে ওঠা অনলাইন ক্লাসের জন্য তৈরি করা হয়েছে একটি ভিন্নধর্মী ও ব্যতিক্রমী ওয়েবসাইট ভিত্তিক ক্লাস রুম। ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুল, কলেজ ও ইনস্টিটিউটে পরীক্ষামূলক চালু করে সফলতা পেয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কম্পিউটার ইনস্টিটিউটের পরিচালক আনিছ আহমদের দিকনির্দেশনায় ওয়েবসাইটটি তৈরি করেছেন প্রতিষ্ঠানটির খন্ডকালীন প্রশিক্ষক নূর উদ্দিন, আশরাফ রেজা ও হায়দার আলী। এর আগে এ তিন তরুণ চসিক পরিচালিত ৭১টি স্কুল-কলেজের ফলাফল ও ভর্তি কার্যক্রম  অনলাইনে প্রকাশের সফটওয়্যার উদ্ভাবন করেন। করোনা বিপর্যয়ের এ সময়ে  আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠানকে বিনামূল্যে দেওয়া হচ্ছে ওয়েবসাইটটি। যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান আবেদনের মাধ্যমে স্বল্প সময়ে নিজস্ব ওয়েবসাইট ও ক্লাস কার্যক্রম  পরিচালনায় অনলাইন প্যানেল পেতে পারেন। অনলাইন ক্লাস রুমের সুযোগ পেতে eduworlderp.com  ঠিকানায় গিয়ে Application
করতে হবে। পরিচালক আনিছ আহমদ বলেন, ‘করোনা মহামারীকে কেন্দ্র করে আগামীর বিশ্বে অনলাইন নির্ভরতা বেড়ে যাচ্ছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে করোনার দুর্যোগকালীন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পৃথক পৃথক অনলাইন ক্লাস রুমের মতো ভিন্নধর্মী চিন্তাকে সামনে নিয়ে তিন তরুণ তৈরি করেছেন ওয়েবসাইটটি। শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদনের মাধ্যমে পৃথক  ওয়েবসাইট দেওয়া, প্রতিষ্ঠানের জন্য নোটিশ সেকশন, প্রাতিষ্ঠানিক তথ্য সংযোগসহ ব্যতিক্রমধর্মী কিছু বৈশিষ্ট্য আছে এটির।’

তরুণ উদ্ভাবক আশরাফ রেজা বলেন, ‘বৈশ্বিক মহামারী করোনার ফলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

এরই মধ্যে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ফেসবুকের মাধ্যমে ক্লাস চালু করেছে। তবে বর্তমান ধারায় প্রতিষ্ঠানের নিজস্ব স্বকীয়তা ক্ষুণœ হওয়ার শঙ্কা আছে। কয়েক দিন আগের টিউটোরিয়ালগুলোও খুঁজে নিতে শিক্ষার্থীদের বেগ পেতে হচ্ছে। এর সঙ্গে আছে ইন্টারনেটের গতির তারতম্য। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে অনলাইন ক্লাস রুমের মতো ভিন্ন উদ্যোগ। নূর উদ্দিন বলেন, ‘করোনাকালীন দেশের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে ব্যতিক্রমী একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রয়োজনেই প্রতিজন শিক্ষার্থীর জন্য পৃথক পৃথক প্যানেল, অনলাইনে ফি গ্রহণ, স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার ফলাফল প্রদানসহ শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে পরিচালনা করার পুরো পদ্ধতি প্রদান করা হবে। দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, ইনস্টিটিউটের উপযোগী করে তৈরি করা হয়েছে ওয়েবসাইট ভিত্তিক ক্লাসরুম।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর